মালদা

এবার মালদা শহরের বুকে ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি

হবিবপুরের পর এবার মালদা শহরের বুকেই ঘটে গেলে এক অমানবিক ঘটনা। প্রশাসনের নাকের তলায় ছেলে ধরা সন্দেহে এক যুবককে খুঁটিতে বেঁধে রেখে চলল ব্যাপক হারে মারধর। যদিও ঘটনার খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুতেই যেন ছেলে ধরা সন্দেহের ভুত মালদাবাসির ঘাড় থেকে নামতে চাইছেনা। আর তাইতো দিন কয়েক আগে হবিবপুরে এমন ভাবেই ছেলে ধরা সন্দেহে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে স্থানীয় মানুষদের বিরুদ্ধে। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই এবার এমনই ঘটনা ঘটল প্রশাসনের ছত্র ছায়ায় থাকা মালদা শহরের বুকে। এদিন সকালে ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পার্কে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে, দেখতে পান স্থানীয় মানুষজন। এরপরেই নিহাত সন্দেহের বশেই ওই যুবককে খুঁটিতে বেঁধে শুরু হয় ব্যাপক হারে মারধর। পরে ঘটনার খবর পেয়ে ইংলিশবাজার থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক ভাবে জানা যায়, এই যুবকটির বাড়ি ঝাড়খন্ডে। বৃহস্পতিবার থেকে ওই এলাকায় তাকে ঘুরতে দেখা যায়। কিন্তু এদিন সকালে নিহাত সন্দেহের বসে তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে চলে মারধর।

জেলায় দিনকে দিন বেড়ে চলা এমন ঘটনায় চিন্তিত প্রশাসনের আধিকারিক থেকে জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ জানান, তারা এই ঘটনায় খুব চিন্তিত। আমার অফিসারদের কড়া নির্দেশ দিয়ে দিয়েছি। এমন প্রবণতায় কড়া ব্যবস্থা নেবে পুলিশ। শুধু মাত্র সন্দেহ ও চিন্তার বশবর্তী হয়ে বাইরের অচেনা কাউকে মারধর করা একেবারেই বরদাস্ত করবে না পুলিশ প্রশাসন। এমন ঘটনায় বেশ কিছু অ্যারেষ্ট হয়েছে, আগামী দিনেও চলবে। যারা এমন ঘটনা ঘটাচ্ছেন তারা হয়তো ভাবছেন পার পেয়ে যাবেন, এটা সম্পূর্ণ ভুল ভাবছেন বলে তিনি হুঁশিয়ারি দেন।